ভারতের কন্নড়ে ‘লাভ ইউ আলিয়া’ নামের একটি ছবিতে অভিনয় করছেন বর্তমান সময়ের আলোচিত পর্ণষ্টার সানি লিওন। ইন্দ্রজিত লঙ্কেশের পরিচালনায় এতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সানিকে। ছবির গানের শুটিং চলছে। এরই মধ্যে ‘কামাক্ষি’ নামের একটি গানের কাজ শেষ হয়েছে।
আর তাতে সানির পারফর্ম্যান্স আর আত্মবিশ্বাস দেখে মুগ্ধ কন্নড় নির্মাতা ইন্দ্রজিত। গানের মাঝে বেশ কিছু দৃশ্যে সানিকে অনেকটা খোলামেলাভাবে উপস্থাপন করা হয়েছে বলে নির্মাতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
ভারতীয় পোশাকে সানি লিওন
টারজান কন্যা সানি লিওন
শুধু তাই নয়, বলিউডের পর এবার দক্ষিণী ছবিতেও রগরগে উপস্থিতি থাকছে সাবেক এ পর্নো তারকার। এ নিয়ে দক্ষিণের পাশাপাশি পুরো সিনে দুনিয়ায় তোলপাড় লেগে গেছে ইতিমধ্যেই। নির্মাতা সে সাক্ষাৎকারে বলেছেন, সানির কাজে আমি মুগ্ধ। ছবির একটা গান ‘কামাক্ষি’ শুট হয়ে যাওয়ার পরেও আমরা চার বার পরিবর্তন করার পরিকল্পনা করেছিলাম। সানি একটুও বিরক্ত না হয়ে সময়ের মধ্যে পুরো কাজটাই তুলে দিয়েছেন।
Blogger Comment
Facebook Comment