আবারো মুগলিতে মজেছে বিশ্ব (ভিডিও)
মনে আছে তো ছোট বেলার সেই কাল্পনিক জঙ্গলের কথা? হাতি, ঘোড়া, বাঘ, সাপের অবাধ বিচরণ। আর তাদের সাথে খেলে বেড়ায় অদ্ভূত এক মানবশিশু মুগলি। বিশেষ করে সেই মস্ত ভাল্লুকটি সব শিশু কিশোরদের অন্তরেই ভালোবাসার বিরটা স্থান দখল করে আছে।
জঙ্গলের অলিতে গলিতে কত রোমাঞ্চ, কত ভয়, কত শঙ্কা। লতাপাতায় মুগলির ছুঠে বেড়ানো। অবশ্য এইসব কারণেই তো আকাশ ছোঁয়া জনপ্রিয়তাও পেয়েছে ‘জঙ্গল বুক’ নামের সিরিজটি।
সেই ১৯৬৭ সালে পরিচালক জন ফাভরিউ ‘দ্য জঙ্গল বুক’ নামে একটি ছবি তৈরি করেছিলেন। যা আজও মুখে মুখে পরিচিত। এবার সেই ছবি বড় পর্দায় আসেছ আরো জীবন্ত হয়ে। লাইভ অ্যাাকশনের সঙ্গে থাকছে অ্যানিমেশনও।
ডিজনি প্রোডাকশন ২০১৫ তে অ্যানিমেশনে নিয়ে আসতে চলছে ‘জঙ্গল বুক’। ছোটবেলার মুগলি, ভালুক, বাঘদের গল্প দেখে আরও একবার স্মৃতিচারণায় ফিরে যেতে পারেন আপনি।
সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির অফিসিয়াল ট্রেলার। ১৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই ভিডিওটি এরইমধ্যে ১ কোটি ১৭ লাখেরও বেশিবার।
Blogger Comment
Facebook Comment