এক নারীর ২৯ স্বামী!

 একের পর এক বিয়ে। কোনো সংসার দুই মাস, আবার কোনোটি বড়জোর ছয় মাস। এভাবেই এক এক করে ২৯ জনকে বিয়ে করেছেন মনিরা খাতুন স্বপ্না। ব্যবসায়ী, রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন। কখনও হিন্দু নারী সেজে হিন্দু ছেলের সংসারও করেছেন। এদের অনেককেই আবার মামলার ঘানি টানতে হচ্ছে।
 মনিরা খাতুন স্বপ্নার বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন রাজশাহী মহানগরীর শিরোইল এলাকার সাইফুল ইসলাম ওরফে ফটিক নামে এক ব্যক্তি। তিনি মনিরা খাতুনের ২৯তম স্বামী বলে দাবি করেন।
http://www.banglamail24.com/news/106573
বিস্তারিত পড়ুন
 বিনোদনের আরো কিছু নিউজ 

বলিউডের প্রথম নায়িকা দাবিতে ফারিয়ার মিথ্যাচার

গর্ভবতী রানী মুখার্জির ছবি প্রকাশ

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment