রিয়াজ-শ্রাবণ্যর সিরিয়াস হাসির নাটক
নির্মাতা শহিদুন নবীর ‘ছায়াসত্তা’ নাটকে অভিনয় করলেন রিয়াজ, সাচ্চু ও শ্রাবণ্য তৌহিদা। আশুলিয়ার অদূরে মায়া পল্লীতে নাটকটির শুটিং হয়েছে। ঈদে একটি বেসরকারী টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।
নাটকে কাজের অভিজ্ঞতা জানালেন শ্রাবণ্য, ‘নাটকের শুরুটা হবে অন্যভাবে। নাটকের শেষটায় সবার জন্য মেসেজ থাকবে। শেষটা না দেখার পর্যন্ত মনে হবে এটা হাসির নাটক। সবে নাটকে সিরিয়াস একটা ক্লু আছে। নাটকে রিয়াজ ভাইয়ের সঙ্গে অভিনয় করে বেশ ইনজয় করেছি। তাকে এতদিন সিনেমায় যেমন দেখেছি নাটকে তার উল্টো চরিত্রে অভিনয় করেছে। অনেক বিনয়ী মানুষ।’
From: বাংলামেইল২৪ডটকম
Blogger Comment
Facebook Comment