কুম্ভ মেলায় হাজির বলিউড অভিনেত্রী পুনম পান্ডে
এলাহবাদে আয়োজিত ২০১৫ কুম্ভ মেলায় হাজির বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। 'বিকিনি বেবসে'র ভোল বদল দেখে চেনাই যাচ্ছিল না, 'এই পুনম কি সেই পুনম'? পরনে ফ্লোরা চুরিদার। যে পুনমের টুইটারের কভার পেজ বেশির ভাগ টাই সুসজ্জিত বিকিনিতে, এহন পুনমকে কুম্ভে দেখে তাজ্জুব সবাই। পুনমের হলটা কি? হল এইটাই, জীবনে প্রথমবার নেশা (বাবার প্রসাদ) করলেন পুনম পান্ডে।
বলিউডে পুনমের ডেবিউ হয়েছিল Nasha নামের একটি ছবিতে। সেই Nasha কে টেনে এনেই পুনম নিজের ব্লগে 'বাবার প্রসাদ' খাওয়ার পর লিখলেন, 'Nasha of lifetime'। তিনি আরও যুক্ত করেন, "জীবনে প্রথমবার কুম্ভ মেলায়। আমার জীবনে প্রথমবার নেশা করলাম। ওহ! কি নেশা ছিল! জয় ভোলে নাথ, জয় শিবও শম্ভু। সর্ব শক্তি"।
টুইটেও উচ্ছাসে ফেটে পড়েছেন পুনম।
সূত্র: কলকাতা
Blogger Comment
Facebook Comment