তানহার মন পাখা মেলে (মিউজিক ভিডিও) ভিডিওটি দেখুন


দিন কয়েক আগেই জানা গেছে নবাগতা চিত্রনায়িকা তানহা তাসনিয়া অভিনীত প্রথম চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামী ঈদে।  ‘ভোলা যায় না তারে’ নামের এ ছবিতে তানহার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক নীরব।

সম্প্রতি রফিক শিকদার পরিচালিত এ ছবির ‘যদি তোর মন পাখা মেলে’ শিরোনামের একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি ও সিঁথি সাহা।
ভিডিওটি দেখুন

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment