এবার আইটেম গানে বুশরা
‘হাডসনের বন্ধুক’ ছবির থিম সংয়ে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয়ও করেছিলেন এই প্রজন্মের সম্ভাবনাময়ী শিল্পী বুশরা জেবিন। তার ইচ্ছে ছিল আইটেম গানে কণ্ঠ দেওয়ার। ইচ্ছে পূরণ হল জাফর ইকবাল গোর্কির পরিচালনায় ‘খুঁজে ফিরি তোমায়’ ছবির আইটেম গানে কণ্ঠ দেবার মধ্য দিয়ে।
বুশরা বললেন- ‘আমার বরাবরই চলচ্চিত্রে গান করার প্রতি ঝোঁক। তবে এর মধ্যে টাইটেল কিংবা আইটেম গানের প্রতি ভালোবাসাটা একটু বেশি। গানটি একটু রক প্যাটার্নের।’ গানটির কথা জাফর ইকবাল গোর্কি ও সুর নিপুণ সিরাজীর।
সামনে বেশ কিছু ছবিতে প্লেব্যাকের পাশাপাশি অভিনয়ের কথা চলছে বলে জানালেন বুশরা। এছাড়া কিছু দিন আগে তার ফেসবুক পেইজ ভেরিফাইড হয়েছে।
বর্তমান ব্যস্ততা স্টেজ শো ও নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে। ভিডিওটি এ ঈদে উন্মুক্ত করা হবে।
Blogger Comment
Facebook Comment