ফেসবুক থেকেও নায়িকা হওয়া সম্ভব


ফেসবুক থেকেও নায়িকা হওয়া সম্ভব? সে দৃষ্টান্তই স্থাপন করলেন বাংলা চলচ্চিত্রে নবাগতা তানহা। ‘ফেসবুকে রেগুলার ছবি আপলোড করতাম। একবার নিরব নক করলেন বাংলা সিনেমার জন্য নতুন একজনকে দরকার। আমি অভিনয়ে ইচ্ছুক কিনা? আমি আগ্রহীই ছিলাম। কিন্তু সমস্যাটা ছিল বাবা-মাকে নিয়ে। তারা খুব কনজারভেটিভ। চায় না আমি অভিনয় করি। নিরবকে বললাম, বা-মাকে কনভিন্স করতে পারলে কাজটা করতে পারবো। নিরবই তাদের কনভেন্স করেন। তারপরই তো কাজ শুরু করলাম ‘রফিক শিকদারের ‘ভোলা তো যায়না তারে’ ছবির কাজ।’-বললেন তানহা। ঈদের পর মুক্তি পাচ্ছে তানহা অভিনীত ‘রফিক শিকদারের ‘ভোলা তো যায়না তারে’ চলচ্চিত্রটি।

তানহার অসাধারণ কিছু ছবি



নিউজ টি নেয়া হয়েছে বাংলা মেইল ২৪ থেকে
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment