ক্লাসিক্যাল নাচে সানি লিওন (ভিডিও)


সকলের কাছে আইটেম গার্ল হিসেবে পরিচিত সানি লিওন। সিনেমায় বিষয় যাই হোক, তার আবেদনময়ী উপস্থিতিতেই কালেকশন বাড়ে বক্স অফিসের। কিন্তু সকলকে অবাক করে দিয়ে আইটেম ডান্স ছেড়ে, এবার ক্ল্যাসিক্যাল ডান্সে পারফরম্যান্স করবেন তিনি।

বলিউডের পর্দায় এতদিন তার শরীরি আবেদন বেশি গুরুত্ব পেলেও, ধীরে ধীরে সিরিয়াস চরিত্রেরও অফার পাচ্ছেন সানি। সম্প্রতি বেঈমান লাভ সিনেমায় সানিকে সিরিয়াস রাজনীতিকের চরিত্রে নিয়েছেন এক পরিচালক। এবার পালা ক্ল্যাসিক্যাল ডান্সের।
http://www.jagonews24.com/entertainment/news/11713


ববি খানের এক পহেলি লীলা সিনেমায় সানিকে দেখা যাবে একটি সেমি ক্ল্যাসিক্যাল গানে ডান্স করতে। সিনেমাটিতে রাজকুমারীর একটি চরিত্রে দেখা যাবে সানিকে। রাজকুমারীর চরিত্রে নাচের জন্য সানিকে প্রশিক্ষণ দিচ্ছেন খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান। এক পহেলি লীলা সিনেমায় রাজকুমারীর বেশে সানি বলিউডের পর্দায় হাজির হবেন ১০ এপ্রিল।

নতুন রূপে সানি লিওন (ভিডিও)


 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment